অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবিনা পার্ক টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর সঙ্গে নেপালের মতো সহযোগী দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা মিলে আরও গভীর সংকটে পড়ে ক্যারিবীয় ক্রিকেট। অবশেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সংস্কারের রূপরেখা ঘোষণা করেছে।আগস্টে এক জরুরি বৈঠকে অংশ নেন ব্রায়ান লারা, স্যার ক্লাইভ লয়েড, অ্যান্থনি গ্রে, রামনরেশ সারওয়ানসহ বর্তমান অধিনায়ক শাই হোপ, রোস্টন চেজ ও কোচ ড্যারেন স্যামি। বৈঠকে আঞ্চলিক টুর্নামেন্টের মান অবনতি, অবকাঠামোগত ঘাটতি, ফিটনেস সংকট, মানসিক প্রস্তুতির দুর্বলতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মতো অন্তত ১০টি বড় সমস্যার চিত্র তুলে ধরা হয়।তাৎক্ষণিক পদক্ষেপ (০–৬ মাস) পুরুষ ও নারী দলে পূর্ণকালীন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আধুনিক নেট, জিম ও রিহ্যাব সেন্টার নির্মাণ ফ্র্যাঞ্চাইজি...