কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ইউনিয়নের নির্বাচন ২০২৫ এর ঘোষিত তফসিল অনুযায়ী সকল কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত তালিকা ঘোষণা করে। নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহামুদ হাসান রাছেল (লিটন) বলেন, “ঘোষিত প্রার্থীদের মধ্যে কোনো পদেই প্রতিদ্বন্দ্বিতা নেই। ফলে গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী উল্লিখিত প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গণ্য হবেন। এই প্রেক্ষাপটে সরাসরি ভোটগ্রহণের প্রয়োজন নেই; বরং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।” নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ বলেন, “চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, তাই ফলাফল ঘোষণার জন্য আমরা ৬ অক্টোবর একটি সাংবাদিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।”...