চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রাম ও বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন গত বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ইলিয়াস হোসেন পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন।...