লিওনেল মেসি ভারতে আসবেন, তা কারও অজানা নয়। চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে মেসির। এবার প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিক সময়সূচি। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ নামের এই সফরে ১৩-১৫ ডিসেম্বর বিভিন ইভেন্টে অংশ নেবেন মেসি। মেসির বহুল আলোচিত সফরে চারটি শহর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সফরের মাধ্যমে ১৪ বছর পর ভারতে ফিরছেন মেসি। তার এই সফরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকছে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ। সফর প্রসঙ্গে মেসি বলেন, ‘এই সফরটি আমার জন্য অত্যন্ত সম্মানের। ভারত একটি খুব বিশেষ দেশ। ১৪ বছর আগে সেখানে কাটানো সময় থেকে আমার ভালো স্মৃতি রয়েছে। ফ্যানেরা ছিল অসাধারণ। ভারত একটি আবেগপ্রবণ ফুটবল জাতি। আমি নতুন প্রজন্মের ফ্যানদের সঙ্গে দেখা করতে এবং এই সুন্দর খেলার প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে মুখিয়ে আছি।’ মেসির...