ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির জানিয়েছেন, গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের দেশে ফেরত পাঠানো ভুল, বরং তাদের কয়েক মাসের জন্য জেলে পাঠানো উচিত। শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন। বেন গভির বলেছেন, “আমি মনে করি তাদের সন্ত্রাসী শাখার গন্ধে অভ্যস্ত হওয়ার জন্য কয়েক মাস ইসরায়েলি কারাগারে রাখা উচিত।” তিনি বলেছেন, অধিকারকর্মীদের দেশে ফিরিয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের ‘বারবার ফিরে আসতে’ উৎসাহিত করছেন। এর আগেও বেন গভির আটক ফ্লোটিলা কর্মীদের প্রতি নেতিবাচক মন্তব্য করেছেন। ফ্লোটিলা কর্মীরা ইসরায়েলের আশদোদ বন্দরের মাটিতে বসে থাকা অবস্থায় তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন অতি-ডানপন্থী এই...