পাকিস্তানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করুন, নইলে ভৌগোলিক অস্তিত্ব হারাতে হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান বজায় রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় সমর্থন বন্ধ করতে হবে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। পশ্চিমের প্রতিবেশী দেশটিকে সতর্ক করে যে, এটি সন্ত্রাস সংগঠকদের গভীর রাষ্ট্রীয় সমর্থনের জন্য পরিচিত। সেনাপ্রধান বলেছেন, ভারতীয় বাহিনী এবার কোও সংযম দেখাবে না। তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন যে, যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া বন্ধ না করে, তাহলে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় সংস্করণ খুব দূরে থাকবে না। তিনি বলেন, “এবার আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছিলাম। এবার তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু...