দিনাজপুরের বীরগঞ্জের ঐতিহাসিক মিলন মেলায় জীবন সঙ্গীর খোঁজে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা। স্থানীয়ভাবে এদের আদিবাসী বলা হয়। শারদীয় দূর্গাপূজার বিজয়া দশমীর একদিন পরে উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মিলন মেলায় আদিবাসী জনগোষ্ঠীর তরুণ-তরুনীরা উৎসবে মেতে ওঠে। এ ছাড়া মেলায় বিভিন্ন বয়সের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ ও বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত হয়। এটি অনেকের কাছে ‘বাসিয়া হাটি’ নামে পরিচিত। শুক্রবার অনুষ্ঠিত দিনব্যাপী মেলায় মূলত দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী ও নওগাঁও জেলার আদিবাসীরা অংশগ্রহণ করেছেন। মেলার বিশেষ আকর্ষণ হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলে-মেয়েরা এখানে পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন। যদি কোনো পাত্র বা পাত্রী পছন্দ হয়, তবে পরিবারের মাধ্যমে ধুমধামে...