ফিলিস্তিনে গাজাগামী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা আটক হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের শিল্পকলা এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন মুসুল্লি সহ ছাত্র জনতা। মানববন্ধনকারীরা জানান, হামলার মাধ্যমে গণহত্যার পর গাজায় অবরোধ সৃষ্টি করে নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক খাদ্য সংকট তৈরি করেছে বর্বর ইসরায়েল বাহিনী। সেই অবরোধ তুলে নিতে গাজাগামী মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজে হামলার মধ্যদিয়ে ইসরায়েল আরও একটি বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, যা বিশ্বমানবতার বিরুদ্ধে। মানববন্ধনকারীরা বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান, যাতে নিরীহ ফিলিস্তিনিদের উপর আরোপিত অবরোধ তুলে নেওয়া যায়।...