ভাষাসৈনিক ও রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সাধারণ মানুষ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানো শেষে একটি শোক র্যালি বের হবে, যা মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে হস্তান্তরের মাধ্যমে শেষ হবে। আহমদ রফিক জীবদ্দশায় দেহদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই তার দেহ চিকিৎসা শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষাকার্যে ব্যবহৃত হবে। তার কোনো সন্তান ছিল না। তার জানাযা হবে কিনা, তা এখনও জানা যায়নি। সম্ভবত জানাযাও হবে না। আহমদ রফিক ভাষা আন্দোলনের অগ্রগণ্য নেতাদের একজন ছিলেন। তিনি ছিলেন নিবিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক ও চিকিৎসক। ভাষা...