কুমিল্লায় গোমতী নদীতে কর্কশিট ও কলাগাছের সঙ্গে বেঁধে ভাসিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি পোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করেন।আরো পড়ুন:মাদারীপুরে মাদকসহ গ্রেপ্তার ১৪ মামলার আসামিসিলেটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, পরে কারাদণ্ড সিলেটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, পরে কারাদণ্ড কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ শুক্রবার সকাল ৯টায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, মাদক কারবারিরা প্রতিনিয়ত কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব পদ্ধতিতে মাদক পাচারের চেষ্টা করে। তার ধারাবাহিকতায় শুক্রবার ভোরে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় গোমতী নদীতে কলাগাছ ও কর্কশিটের সঙ্গে বেঁধে বিপুল পরিমাণ মাদক...