চট্টগ্রামের চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৮০ সালে খনন করা বরুমতি খাল পরিদর্শন ও স্মৃতি বিজড়িত বৈঠকখানা উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া-বরকল সড়ক সংলগ্ন ব্রিজের পাশে আনুষ্ঠানিকভাবে এ বৈঠকখানা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণে তার ভূমিকা অপরিসীম। বরুমতি খাল খনন কর্মসূচি ছিল গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও এলাকাবাসী ভোগ করছেন। উল্লেখ যে, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের খননকাজ শেষে তিনি যে বৈঠকখানায় বিশ্রাম নিয়েছিলেন, সেটি পুননির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা....