গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সমুদ ফ্লোটিলা’তে থাকা আটক কর্মীরা ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন।শুক্রবার (০৩ আক্টোবর) আন্তর্জাতিক ‘গাজার অবরোধ ভাঙার কমিটি’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর হামলার শিকার হওয়া ফ্লোটিলা জাহাজে থাকা বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পরপরই খোলামেলা অনশন শুরু করেছেন কর্মীরা।এদিকে গাজায় ত্রাণবাহী ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, মানবাধিকার কর্মীরা গাজায় আক্রমণের শিকার ফিলিস্তিনিদের সাহায্য করতে এগিয়েছিলেন, আর তাদের ওপর আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়েছে ইসরায়েল।বৃহস্পতিবার (২ অক্টোবর) একেপি পার্টির উদ্দেশে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, এই হামলা আবারও প্রমাণ করেছে যে, ইসরায়েল সরকার গণহত্যাকারী নেতাদের উন্মাদনা...