রাজধানীর রমনা পার্কের লেক থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পার্কে আলোকচিত্রী হিসেবে কাজ করা কয়েকজন লাশটি পানিতে ভাসতে দেখে টেনে তোলেন বলে জানান রমনা থানার এসআই মিজানুর রহমান। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও আঙ্গুলের ছাপ সংগ্রহের পর সিআইডির দল জানতে পারে তার নাম ওয়াসিমুল হক, বয়স ৫৫। তার বাসা ইস্কাটনে। বয়স্ক মায়ের সঙ্গে সেখানে থাকতেন তিনি। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরিচয় নিশ্চিতের পর পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের বরাতে এসআই মিজানুর বলেন, ওয়াসিমুল মানসিক রোগী ছিলেন। “সকাল ১০টার দিকে ওই ব্যক্তিকে লেকের পাড়ে বসে দেখেন কয়েকজন আলোকচিত্রী। তখন মানুষজন কম ছিল আর ওই ব্যক্তি পাশে জুতা রেখে বসে...