নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশেষ করে কিশোরী ও তরুণীদের পাশাপাশি তাদের অভিভাবকদের জন্য সতর্কবার্তা হিসেবেই তিনি এই অভিজ্ঞতা তুলে ধরেছেন। শুক্রবার (০৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। গুলতেকিন জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় ব্যর্থতা ও মানসিক চাপের কারণে হুমায়ূন আহমেদ ক্রমশ অস্থির হয়ে পড়েন। এই সময়ে দাম্পত্য জীবনে রাগ-অভিমান ও দ্বন্দ্ব বেড়ে যায়। একপর্যায়ে হুমায়ূন আহমেদ তাকে বাসা থেকে বের করে দেন। পাঠকদের উদ্দেশে গুলতেকিন আহমেদের লেখা পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘এই সত্যি কথাগুলো আমি লিখেছি শুধু মাত্র কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের জন্যে।...