বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে যশোরে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে জমঈয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, যশোর জেলা শাখা। বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে যশোরে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে জমঈয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, যশোর জেলা শাখা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এই দেশ মুসলমানের দেশ। এখানে ইসলামবিরোধী কোনো শিক্ষা আমরা মেনে নেব না। সংগীত শিক্ষক নিয়োগের নামে অশ্লীলতা চাপিয়ে দিলে দেশ ও জাতি ভয়াবহ পরিণতির মুখে পড়বে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, দেশের ৯০ শতাংশ জনগণ মুসলমান হওয়া সত্ত্বেও শিক্ষানীতিতে ইসলামবিরোধী ধারা চাপিয়ে দেওয়া হচ্ছে। শিশুদের চরিত্র গঠন, নৈতিকতা ও আখলাক গড়ে তোলার পরিবর্তে নাচ-গান শেখানো হচ্ছে।...