ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সমুদ্রসীমায় গাজার জন্য ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানগুলোর দখল নেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ফ্লোটিলা থেকে আটক সব অধিকারকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আন্তর্জাতিক জলসীমায় গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে ইসরায়েলি দখলদার বাহিনীর আটকের ঘটনার গভীর নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। “এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসরায়েল কর্তৃক ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহারের নির্লজ্জ বহিঃপ্রকাশ। আটক সব মানবিক ত্রাণকর্মী এবং অ্যাক্টিভিস্টকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।” ফ্লোটিলা উদ্যোগটি আন্তর্জাতিকভাবে সমর্থিত, যার লক্ষ্য ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে বেসামরিক নৌযানের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। ৪৪টি দেশের প্রতিনিধিরা এই উদ্যোগে যুক্ত রয়েছেন; এর...