চলমান ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দারুণ সময় পার করছেন এনামুল হক বিজয়৷ খুলনা বিভাগের জার্সিতে নিয়মিত পারফরম্যান্স করছেন এই ওপেনার। তাতে জয়ও পাচ্ছে তার দল। হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর শেষের তিন ম্যাচে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে দলটি। আজ শুক্রবার (৩ অক্টোবর) এনসিএলের ম্যাচে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ। এ নিয়ে টানা ম্যাচে জয় তুলে নিয়েছে মোহাম্মদ মিথুনের দল। দলের জয়ে ব্যাট গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিজয়। ৪৭ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এ নিয়ে চলতি আসরে দ্বিতীয়বার ম্যাচসেরা হলেন এই ওপেনার। এদিন সিলেট একাডেমি গ্রাউন্ডে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। বোলিংয়ে নেমে ১৩৭ রানের মধ্যেই বরিশালকে আটকে দেয় খুলনার বোলাররা। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩৪...