এছাড়া মেধাভিত্তিক সম্পদ তৈরি ও শক্তিশালী ডিজিটাল অবকাঠামো গড়ার প্রয়োজনীয়তাও একটি বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে রয়েছে প্রচলিত ও বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা। এসব চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে সরকারি- বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ, বৈশ্বিক চাহিদা বিবেচনায় নিয়ে ১৫-২০ বছরের জন্য কর্মকৌশল নির্ধারণ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু এবং একটি স্থায়ী আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠনের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর এবং আসন্ন এফবিসিসিআই নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সহসভাপতি প্রার্থী সাকিফ শামীম ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান। তাদের মতে, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে কর্মসংস্থানের যথাযথ সুযোগ সৃষ্টি হলে বেকারত্বের হার কমে আসবে। একটি দেশের অর্থনীতি যত উন্নত হতে...