নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে ইংল্যান্ড ম্যাচ জিতেছে ১০ উইকেটে, ২১৫ বল হাতে রেখে। দক্ষিণ আফ্রিকা নারী দলের ৬৯ রান ইংল্যান্ডের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর। সব মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন। দক্ষিণ আফ্রিকা নারী দলের সর্বনিম্ন স্কোর ৫১, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে। নারী ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন স্কোর অবশ্য নিউজিল্যান্ডের। ২০০৮ সালে উইন্ডিজের বিপক্ষে তারা ২২ রানে অলআউট হয়েছিল। টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাদের মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। সিনালো জাফরা ৩৬ বলে ২২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান আসে অতিরিক্ত থেকে! বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ...