তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শরিফ উদ্দিন জুয়েল বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলোতে আমরা দেখেছি কীভাবে তরুণদের প্রতিবাদ ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারকে পরাজিত করেছে। আমাদের দেশেও তারুণ্যের সাহসিকতা একনায়কতন্ত্রের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে।তিনি বলেন, দৌলতপুরে গত ৫৪ বছরে যে পরিবর্তন আসেনি, আমি বিশ্বাস করি এই তরুণরাই তা এনে দেবে, দৌলতপুরের সমস্যা স্তরে স্তরে জমে আজ ‘মাউন্ট এভারেস্ট’-এর মতো বিশাল হয়ে উঠেছে। তবে যখন তারুণ্য জেগে ওঠে, তখন সব...