২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রানি, এই দম্পতির একমাত্র সন্তান আদিরা। সন্তানকে সচেতনভাবেই প্রচারের আড়ালে রাখতে চান এই বলিউড তারকা। এই ব্যাপারটি রানি মেনে চলেন পূজার সময়েও। আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে রানি বলেন, “আমি এবং আদিত্য দুজনের কেউই চাই না অহেতুক সবার আকর্ষণের কারণ হোক আদিরা। নিজের দক্ষতায় ওকে পরিচিতি আদায় করে নিতে হবে। তাই কোনো সময়েই ক্যামেরার সামনে আনতে রাজি নই। এটা আমার এবং আদিত্যের যৌথ সিদ্ধান্ত।” স্বামী এবং মেয়েকে ছাড়াই রানিকে আত্মীয়দের সঙ্গে আনন্দ করতে দেখা গেছে পূজার মণ্ডপে। অভিনয়ের তিন দশক পাড়ি দেওয়ার রানি এখন কাজ করেন বেছে বেছে। ১৯৯৬ সালে বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন তিনি। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা রাম মুখোপাধ্যায়। একই বছরে মুক্তি পেয়েছিল রানির প্রথম...