সীমান্তপারের সন্ত্রাসবাদে পাকিস্তানের অব্যাহত পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে এবার প্রকাশ্যেই কঠোর হুঁশিয়ারি দিল ভারতীয় সামরিক বাহিনী। শুক্রবার সেনা, বিমান ও প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইসলামাবাদকে সতর্ক করে বলেন, যদি পাকিস্তান সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করে, তবে “তার ভূগোলে স্থান থাকার নিশ্চয়তা থাকবে না”। এমনকি দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার ৩ অক্টোবর রাজস্থানের অনুপগড়ে এক সামরিক ফাঁড়িতে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, নতুন করে যুদ্ধের ডাক এলে ভারত এবার আর সংযম দেখাবে না। ভারতের সেনাপ্রধান বলেন, সেনাপ্রধান অপারেশন সিন্দুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার তা করব না। এবার আমাদের পদক্ষেপ পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে। যদি তারা ভূগোলে থাকতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তিনি আরও জানান, গত হামলার মূল...