০৩ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম ইন্দোনেশিয়া ও নেপালের জেনারেশন জি তথা জেন জি’র বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ভারত মহাসাগর থেকে সাহারা পর্যন্ত দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে উত্তাল করে দিচ্ছে যুব-নেতৃত্বাধীন এই আন্দোলন। ‘জেন জি তারুণ্য’-এর নেতৃত্বে বিক্ষোভকারীরা আফ্রিকার বিভিন্ন অংশে দেশগুলিতে বছরের পর বছর ধরে অব্যাহত দুর্বল শাসনব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে আসছে। আফ্রিকার পূব দিকের দ্বীপ মাদাগাস্কাওে লাগাতার পানি ও বিদ্যুৎ ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভের পর সোমবার দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। মাদাগাস্কার সরকার এই বিক্ষোভে বর ওপর দমন-পীড়নের ফলে হতাহতের সংখ্যা জানায়নি। তবে জাতিসংঘ দেশটির নিরাপত্তা বাহিনীকে কঠোর প্রতিক্রিয়ার জন্য অভিযুক্ত করেছে এবং জানিয়েছে, এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। মাদাগাস্কার ছাড়াও ভারত মহাসাগরের ওপারে, আফ্রিকার পূর্ব উপকূলে কেনিয়ায় গত বছর...