০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তিনটি সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ঐক্যকে একত্রিত করে উচ্চ প্রযুক্তির পরিমার্জন ও নকশা এতে সমন্বিত করা হয়েছে। বলটির নাম দেয়া হয়েছে ‘ট্রাইওন্ডা।’ ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহকারী জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস আরো একবার এই বল নকশা করার সুযোগ পেয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিউ ইয়র্কে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলের বল উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, ‘ট্রাইওন্ডাকে সবার সামনে উপস্থাপন করতে পেরে আমি দারুন আনন্দিত ও গর্বিত।’ প্রথমবারের মত তিন দেশে যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। বর্ধিত কলেবরের এই বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিবে। ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ‘ট্রাই’ ও...