০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম দুই বছরের অবিরাম যুদ্ধে একাধিকবার বাস্তুচ্যুতি হতে হয়েছে। একে একে হারিয়েছেন পৃথিবীর সবচেয়ে আপনজন স্বামী ও বাবাকে। বাস্তুচ্যুতি ও প্রিয়জনদের মৃত্যু গাজার লামিস দিবের জীবনকে কেবল বেঁচে থাকার এক নিরলস সংগ্রামে পরিণত করেছে। ৩১ বছর বয়সী দুই সন্তানের এই মা ফিলিস্তিনি অঞ্চলকে ধ্বংস করে চলা এই যুদ্ধ সম্পর্কে বলেন, "এটি ভাষায় প্রকাশ করার মতো নয়।" তিনি স্মরণ করেন, ২০২৩ সালের ৬ অক্টোবর, শুক্রবার, যুদ্ধের আগের শেষ দিনটি ছিল একটি সুন্দর দিন। তাঁর বড় মেয়ে সুওয়ারের তখন বয়স ছিল পাঁচ বছর। সে সবে কিন্ডারগার্টেন শুরু করেছিল। দিব রোজ বিকেলে গাজা শহরের উত্তরাঞ্চলের মধ্যবিত্ত এলাকা শেখ রাদওয়ানে তাঁদের অ্যাপার্টমেন্টের জানালা থেকে মেয়েকে বাড়ি ফিরতে দেখতেন। তাঁর ছেলে আমিনের বয়স ছিল...