দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ নামে একটি প্রকল্পের অধীনে দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী এ সেবা পাবেন। ধাপে ধাপে এ সংখ্যা আরও বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউনেস্কো যৌথ উদ্যোগে এ প্রকল্প হাতে নিয়েছে। আগামী সপ্তাহে প্রকল্পটির কার্যক্রম শুরু হতে পারে। ইউজিসি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাত ধরে গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের পটপরিবর্তনের প্রেক্ষাপটে সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বড় পরিসরে উদ্যোগ নিয়েছে ইউজিসি। প্রকল্পের আওতায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে পাইলট কার্যক্রম চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এ উদ্যোগের আওতায় আসবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা রক্ত দেখেছে, মারামারি দেখেছে।...