চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ মালিকপক্ষের। তাদের দাবি, এক মাস আগেও এক পরিবহন শ্রমিকের ওপর হামলা হয়। সে ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পায়নি তারা। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তেমন তৎপর নয় বলে অভিযোগ আলিফ পরিবহন কর্তৃপক্ষের। আজ শুক্রবার সকাল ৭টায় রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের পাশে বাসটিতে আগুন দেওয়া হয়। এ সময় গুলির ঘটনাও ঘটে। মাস্ক পরে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। বাসচালকের অভিযোগ, অস্ত্রের মুখে ৩ দুর্বৃত্ত সেনপাড়া এলাকায় বাসটি থামাতে বাধ্য করে। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় চালক ও তার সহকারীদের মারধর করা হয়। আলিফ পরিবহন কর্তৃপক্ষ বলছে, এক ব্যক্তি এর আগেও তাদের কাছে চাঁদা দাবি করে।...