পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে, তবে তাদের ভৌগলিক অস্তিত্ব বিপন্ন হবে। রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবার ভারতীয় সেনারা কোনো সংযম দেখাবে না। ইঙ্গিত দেন, ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে ‘অপারেশন সিঁদুর’র দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুর ১.০-এ আমরা সংযম দেখিয়েছিলাম। কিন্তু এবার এমন কিছু করবো, যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয়, তারা টিকে থাকতে চায় কি না। যদি টিকে থাকতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তিনি সৈন্যদেরও সতর্ক করে বলেন, প্রস্তুত থাকুন। ঈশ্বর চাইলে শিগগিরই আপনারা সুযোগ পাবেন। শুভকামনা রইল। সেনাপ্রধানের এই বক্তব্যের আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং জানিয়েছিলেন,...