একসময়ে শখের বশে রপ্ত করা আঁকিবুঁকিই এখন পেশা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চারুশিল্পী গাজী সালাহউদ্দিনের। তিন যুগ ধরে হাজারো শিক্ষার্থীকে শেখাচ্ছেন ছবি আঁকা। শিশুদের চেতনা এবং শিল্প ও সংস্কৃতির মনোজগৎ বিকাশে তার এই অবদান খুবই গুরুত্বপূর্ণ বলছেন অভিভাবকরা। কখনও শিক্ষা প্রতিষ্ঠানে, কখনও ড্রয়িং সেন্টারে, আবার কখনও বাসা-বাড়িতে শিক্ষার্থীদের ছবি আঁকা শেখাচ্ছেন চারুশিল্পী গাজী সালাহউদ্দিন। পুরো সপ্তাহজুড়ে দুটি ড্রয়িং সেন্টার, উপজেলা শিল্পকলা একাডেমী ও শহরের দুটি কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থীকে ছবি আঁকা শেখান এই চারুশিল্পী। চারুশিল্পী গাজী সালাহউদ্দিন বলেন, ‘সকল পেশায়ই কিন্তু চিত্রকলাটা কাজে লাগে। আমি আশা করব আমার কাছ থেকে যারা শিখে যায় তারা তাদের নিজ নিজ পেশায় কাজে লাগাবে।’ তার কাছে ড্রয়িং শিখে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা, পাচ্ছে পুরষ্কারও। ক্লাসে অন্যান্য বিষয়ের চেয়ে সপ্তাহে একদিন ড্রয়িংয় স্যারের ক্লাস উপভোগ...