০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিন দিন বাড়ছে মাছ চাষকৃত পুকুরের উপরে পোল্ট্রি খামারের সংখ্যা অর্থাৎ সমন্বিত খামারের সংখ্যা। এতে ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। খামারগুলোর নিচে পুকুরে মাছচাষ এবং উপরে মুরগির খামার করা হয়েছে। এতে দ্রুত লাভবান হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়ের শংকা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে সুবর্ণচর অনিরাপদ খামার পদ্ধতির বিস্তার ঘটছে বলেও অভিযোগ রয়েছে । স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, “খামারগুলো থেকে দিন-রাত ২৪ ঘন্টায় দুর্গন্ধ ছড়ায়। বর্ষাকালে মুরগির বিষ্ঠা পানিতে মিশে আশপাশের পরিবেশ দূষিত করে। শিশুদের নানা রকম চর্ম ও পেটের রোগ দেখা দিচ্ছে।” অনেক এলাকায় ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসে পানির সাথে ময়লা ছড়িয়ে পানি বাহিত জটিল রোগের দেখা দেয়। সুবর্ণচর উপজেলার...