অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যৎ উপহার দিতে হলে আজকের নারীদের এগিয়ে আসতে হবে। তাদের শিক্ষা, সচেতনতা ও অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র ও সমাজ উভয়কেই।শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় সচেতন নারী সমাজ, শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।নারী সমাজের কল্যাণ, অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নের প্রত্যয়ে আয়োজিত এ সভা ধীরে ধীরে রূপ নেয় এক মহাসমাবেশে। আয়োজকরা ভেবেছিলেন, রাজনীতি বিমুখ ও পিছিয়ে পড়া নারীদের অংশগ্রহণ সীমিত থাকবে। তাই এক হাজার আসনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাস্তবে ঘটল ভিন্ন চিত্র।বৈরী আবহাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রান্তিক নারীরা ঢলে পড়েন কলেজ প্রাঙ্গণে। কয়েক হাজার নারীর উপস্থিতিতে নির্ধারিত আসন ছাড়িয়ে কলেজ...