বিএনপি থেকে পদ স্থগিত আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন, তিনি হ্যান্ডমাইক হাতে তার নাম ধরে ডাকাডাকি করা এবং কটাক্ষসহ নানা স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণী ফারজানা তমা-র পক্ষে আদালতে লড়বেন। সম্প্রতি গণমাধ্যমকে সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, ‘যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে, ফজু পাগলা গ্রেফতার না হলে যাবো না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে।’ ফজলুর রহমান বলেন, ‘আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াবো না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।’ ফজলুর রহমান আরও বলেন, “জামায়াতের কর্মীরা আমাকে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক...