তোমরা জানো, মানুষ চাঁদে চলে গেছে। মঙ্গলে পাঠিয়েছে রোবট। আরো কতকিছুই না করছে- এই আধুনিক যুগে, আধুনিক সরঞ্জাম আবিষ্কারের মাধ্যমে। তাই না? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমরা অন্য গ্রহে চলে গেলেও আমাদের নিজেদের গ্রহে থাকা সমুদ্রের তলদেশ সম্পর্কে ৮০ শতাংশই অজানা। পৃথিবীতে যত মহাসাগর আছে তার তলদেশে এখনো মানুষ পৌঁছাতেই পারেনি। এমনকি কোনো আধুনিক যন্ত্রও পাঠানো সম্ভব হয়নি সমুদ্রের তলদেশের প্রায় আশি শতাংশে।সমুদ্রে প্রায় ২০ লাখ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে, যার মধ্যে বিজ্ঞানীরা কেবল ২ লাখ ২৮-৩০ হাজার প্রজাতি সম্পর্কে জানতে পেরেছেন। এরইমধ্যে মাছ প্রজাতি রয়েছে ৩০-৪০ হাজার। কোনোটা নিরীহ তো কোনোটা ভয়ঙ্কর, কোনোটা নজরকাড়া তো কোনোটা রহস্যময়; নীল প্যারটফিশও তেমনি একটি অদ্ভুত মাছ। তুমি বিস্ময়কর এই মাছকে দেখলে নিশ্চিত টিয়া ভেবে বসবে! অদ্ভুত এই মাছটির নাম- নীল প্যারটফিশ।...