ইরান ও ইয়েমেনসহ আরব দেশ থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য শাহ্ সুফি সাধক পীর-মুরশীদ বুজুরগান ব্যক্তিদের পদধুলিতে ধন্য সিরাজগঞ্জ। ইয়েমেনের শাহজাদা মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী ১১৯২-৯৬ সালের মধ্যে ইয়েমেন থেকে ধর্মপ্রচার কাজে বাংলার পথে যাত্রা শুরু করে সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চলে আসেন। মখদুম শাহদৌলা শাহজাদপুর অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করা হয়। দরগাহপাড়ার মখদুম শাহদ্দৌলা তার অনুচর এবং ওস্তাদ শামসুদ্দিন তাবরেজীকে নিয়ে পাঞ্জেগানা নামাজ আদায় করতেন। ধীরে ধীরে এখানে গড়ে তোলেন জামে মসজিদ। তখনকার ওই মসজিদটি ‘মখদুমিয়া জামে মসজিদ’ হিসেবেই পরিচিত লাভ করে। আজও তা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।হযরত শাহ শরীফ জিন্দানী (রা.) বৃহত্তর চলনবিল অঞ্চলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় ইসলামের দাওয়াত পৌঁছান। মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায়...