ফ্লোরিডার বাসিন্দা লিন্ডসে কোট এবং তার স্বামী জোসে রড্রিগেজ-লোপেজ দুই কন্যাসহ পরিবারকে একসাথে রাখার জন্য যুক্তরাষ্ট্র ছাড়তে যাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী অভিযানের প্রেক্ষাপটে তারা অরল্যান্ডোর বাড়ি ও জীবনযাত্রা ছেড়ে হন্ডুরাসে চলে যাবেন। কোট বলেন, ‘পরিবার আমার কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমি ভালো পরিবেশে বড় হইনি। আমার মেয়েরা বাবার সঙ্গে বড় হোক এটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তাকে একা ফিরে যেতে দেখতেই পারি না।’ রড্রিগেজ-লোপেজ যুক্তরাষ্ট্রে ২০ বছর বসবাস করেছেন এবং কোনও অপরাধমূলক রেকর্ড নেই। ১০ বছরের দাম্পত্য জীবনে তারা আই-১৩০ পিটিশনের মাধ্যমে বৈধ অবস্থা পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সাক্ষাৎকার স্থগিত হওয়ায় প্রক্রিয়া ভেঙে গেছে। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের ব্যাপক আকারে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নতুন সিবিপি হোম অ্যাপ চালু করেছে, যা ব্যবহারকারীদের নিজেদের প্রস্থান...