পাকিস্তানের ভৌগোলিক অবস্থান বজায় রাখা নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সেনাপ্রধান বলেন, ‘এইবার আমরা আর কোনো সংযম দেখাব না। ‘অপারেশন সিন্দুর ১.০’-এর সময় আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার সেটা আর হবে না। এবার এমন কিছু করব, যাতে পাকিস্তানকে ভাবতে হবে তারা তাদের ভৌগোলিক অস্তিত্ব রাখতে চায় কি না।’ সেনাসদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের আবার সুযোগ মিলবে। শুভকামনা রইল।’ গত ৭ মে অপারেশন সিন্দুরের সময়, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায়...