ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ আগামীকাল শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। শুক্রবার আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ইসমাইল সাদী প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে আহমদ রফিক গতকাল রাত ১০টা ১২ মিনিটে বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহমদ রফিকের বিশেষ সহকারী রাসেল জানান, রাত ১০টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। এরপর পরামর্শ করে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন। এই ভাষাসংগ্রামী রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার বিকেলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রাসেল জানান, তার মরদেহ রাতে বারডেমে থাকবে। তার দাফন হবে না। কারণ, তিনি মৃত্যুর আগে নিজের দেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল...