খাগড়াছড়িতে সম্প্রতি অশান্ত পরিস্থিতির পেছনে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি। গত সোমবার এ অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে আজ শুক্রবার (৩ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেন, আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর এ সরকারের একটি অভ্যাস আছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়। এ সময় তিনি উল্টো অভিযোগ করেন, কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে ও তাদের ভূমি দখল করছে। তিনি ঢাকাকে বলেন, আমি ঢাকাকে বলব নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন। উল্লেখ্য,...