০৩ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম পুরোনো চেহারায় পাওয়া গেল জাতীয় দলের একসময়ের অলরাউন্ডার নাসির হোসেনকে। বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেললেন ম্যাচজয়ী ইনিংস। চট্টগ্রাম বিভাগকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রংপুর বিভাগও। জাতীয় লিগ টি-টোয়েন্টির চলতি আসরের ১৯তম ম্যাচে সিলেটে শুক্রবার রংপুরের জয় ৫ উইকেটে। চট্টগ্রামের ১৩৮ রান তারা পেরিয়ে যায় ১২ বল হাতে রেখে। বল হাতে ৩৮ রানে ১ উইকেট নেওয়ার পর ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলে রংপুরের জয়ের নায়ক নাসির। টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। ৪৪ রানে ৪ উইকেট হারায় তারা। দলটিকে একাই টানেন ইরফান শুক্কুর। এই কিপার ব্যাটার অপরাজিত থাকেন ৪৬ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৬৪ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ২২...