০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম নতুন ইতিহাস গড়ল চার্চ অব ইংল্যান্ড। ক্যান্টারবেরির নতুন আর্চবিশপ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নার্স সারাহ মুলালি। চার্চ অব ইংল্যান্ডের ১,৪০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা আর্চবিশপের দায়িত্ব পেলেন। রাজা চার্লসের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে শুক্রবার (৩ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় থেকে কেন্টারবেরির আর্চবিশপ হিসেবে মুলালির নাম ঘোষণা করা হয়েছে। শিশু নির্যাতন আড়াল করার অভিযোগে জাস্টিন ওয়েলবি পদত্যাগ করার পর থেকে চার্চ অব ইংল্যান্ডের প্রধান পদ শূন্য ছিল। মুলালিকে ওই পদে বসানো হয়েছে। যদিও একজন নারীকে প্রধান হিসাবে আফ্রিকার রক্ষণশীল চার্চ কর্তৃপক্ষ মানবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ১১ বছর আগেই আর্চবিশপ পদে মহিলাদের নিয়ে আসার প্রতিবন্ধকতা কেটেছিল। চার্চ অব ইংল্যান্ডের শীর্ষ...