নেত্রকোণার কেন্দুয়ায় নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত মিয়া ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার হেফজখানার ছাত্র ছিলেন।আরো পড়ুন:সাংবাদিক শহীদ রানার বাবার ইন্তেকালবাঁশবাগানে পাওয়া সেই নবজাতক মারা গেছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির আঙিনায় নারকেল গাছে ওঠেন সিফাত। এ সময় দা দিয়ে ডাব কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই...