ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ও জনস্বার্থে শনিবার থেকে ২২ দিন ব্যাপী প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বহন করা, বাজারজাত ও মজুদ করা সম্পুর্ন নিষিদ্ধ করেছে সরকার। ৪ অক্টোবর ২০২৫ থেকে থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বাগেরহাট মৎস্য বিভাগ। জেলা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ^াস জানান, সমুদ্রে ইলিশ মাছের প্রজনন মৌসুমে সকল ধরনের মাছ শিকার বন্দের জন্য মৎস্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় উপকুলীয় ও সুন্দরবন অধ্যুষিত বাগেরহাট জেলায় এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য জোর চেষ্টা চলবে। তথ্য অফিসের মাধ্যমে প্রচারনা চালানো হবে। ৪ অক্টোবর শনিবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরন, বিতারন, বাজারজাত করন, মজুদ ও পরিবহন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বার্থে এ আদেশ সংশ্লিষ্ট সকল...