টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আশির্ধ্ব অসুস্থ বৃদ্ধ বাবাকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে এক পাষান্ড ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৮ সেপ্টেম্বর মধুপুর পৌরসভার মাষ্টারপাড়া আবাসিক এলাকায়। থানায় সাধারণ ডায়রী করায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই বৃদ্ধসহ তার স্বজনরা। আহত বৃদ্ধ খোরশেদ আলী কান্না জড়িত কণ্ঠে জানান, আমার ছেলে মীর আব্দুল লতিফ ভোলা গত ৭ এপ্রিলে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার অংশের ওয়ারিশের ৬ শতাংশ জমি ওই ছেলের ঘরের তিন কণ্যা সন্তানের ভবিষৎতের কথা চিন্তা করে ছেলের বউ হালিমাকে লিখে দেই। সেই জমিতে তারা ঘর নির্মাণ করেছে। এই জমি লিখে দেয়ার কারণে আমার অপর ছেলে আ: হালিমসহ হারুন ও আব্দুর রশিদ গংরা আমার ঘরে ঢুকে অর্তকিতভাবে মারপিট শুরু করে। আমি একপর্যায়ে ঘর থেকে কোন রকম বেরিয়ে যাই। পরে আমার ডাক...