০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম বৃহস্পতিবার থেকে ফ্রান্সে শুরু ব্যাপক ধর্মঘট ও বিক্ষোভ। ব্যয় হ্রাসের নিন্দা জানাতে ফ্রান্সের ২০০ টিরও বেশি শহর ও শহরের রাস্তায় বিক্ষোভকারীরা নেমে এসেছে। পাশাপাশি বিক্ষোভকারীর দাবি ধনীদের উপর উচ্চতর কর আরোপ করতে হবে। বিক্ষোভের জেরে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারও বন্ধ করে রাখা হয়। ফ্রান্সের ২০০ টিরও বেশি শহর ও শহরতলির হাজার হাজার শ্রমিক, অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে প্লেস ডি’ইতালি থেকে হাজার হাজার শ্রমিক, অবসরপ্রাপ্ত কর্মী এবং শিক্ষার্থী মিছিল শুরু করে। আইফেল টাওয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে দর্শনার্থীদের জানিয়েছিল যে ধর্মঘটের কারণে এটি বন্ধ ছিল। ফ্রান্সের প্রধান ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটটি ছিল রাজনৈতিক অস্থিরতা এবং উত্তপ্ত বাজেট আলোচনার মধ্যে গত মাসে শুরু হওয়া...