জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রথম করা হয়েছিল এক যুগেরও বেশি সময় আগে। তখনকার অনেকের ছবি এখন আর তাদের সঙ্গে মেলে না। আবার কারও ছবিই অস্পষ্ট বা অসুন্দর। ফলে ছবি পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। সুখবর হলো—এখন ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি পরিবর্তনসহ তথ্য হালনাগাদ করা যায়। এর জন্য প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd/registration) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সাইটে প্রবেশের সময় নিরাপত্তা সতর্কবার্তা এলে ‘I Understand the Risks’ এ ক্লিক করে ‘Add Exception’ ও পরে ‘Confirm Security Exception’ সিলেক্ট করলে সাইটটি ওপেন হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মসাল (যদি ১৩ সংখ্যার এনআইডি হয় তবে জন্মসাল যোগ করতে হবে) সঠিকভাবে দিতে হবে। জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে অন্তত ৮ অক্ষরের, যাতে বড়...