নেছারাবাদের ঐতিহ্যবাহী সাগরকান্দা বাজার ও শতবর্ষী পাঁচটি রেইনট্রি গাছ নদীভাঙনের কবলে পড়ে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাগরকান্দা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বাংলার “সুইজ খাল” নামে পরিচিত গাবখান নদীর তীরে অবস্থিত এই প্রাচীন হাট ও গাছগুলো রক্ষার দাবিতে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর আহ্বান জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরকান্দা হাট নেছারাবাদের অন্যতম প্রাচীন হাট, যার ইতিহাস প্রায় এক শতাব্দীরও বেশি পুরোনো। হাটের পাশে নদীর তীরে দাঁড়িয়ে থাকা বিশাল রেইনট্রি গাছগুলো এ হাটের সৌন্দর্য ও পরিবেশের প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক নদীভাঙনে গাছগুলোর গোড়া নদীতে ধসে যাচ্ছে, ফলে যেকোনো সময় এগুলো নদীতে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, এই হাট থেকে সরকার প্রতিবছর প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা রাজস্ব আয় করে। হাটের চারপাশে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ এবং শতবর্ষী...