জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে প্রায় ৮ মাস ধরে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া জনবল সংকট ও নানা অনিয়মে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার উপক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত ঔষধ সরবরাহসহ সব সমস্যা সমাধানের দাবি তাদের। জানা যায়, জয়পুরহাট জেলায় ১১৩টি কমিউনিটি ক্লিনিক ও ২৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার একমাত্র ভরসা এসব স্বাস্থ্য কেন্দ্র। প্রতিদিন হতদরিদ্র ও নিম্ন আয়ের হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন এখানে। তবে বর্তমানে নানা সংকটে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এসব স্বাস্থ্যকেন্দ্রের সেবা। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসারসহ ৬ জন জনবলের বিপরীতে...