টানা ছুটিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলো। কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান ও মৌলভীবাজারের দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।টানা ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা জড়ো হয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে সমুদ্র পাড়ে ছুটে গেছেন অনেকে। সৈকতের পাশাপাশি হিমছড়ি, ইনানী, টেকনাফসহ মেরিনড্রাইভে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সৈকতে বেড়াতে আসা হিমেল বলেন, ‘ছুটিতে পরিবার–পরিজন নিয়ে খোলামেলা পরিবেশ পেয়ে সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। এখানে এসে ভালোই লাগছে। অন্য দিনগুলোতে সময় পাওয়া যায় না এজন্য এ সময়টাকেও কাজে লাগানো যায়। এছাড়াও বাচ্চারা খুব ঘুরতে পছন্দ করে।’ কুয়াকাটা সৈকতেও ছুটির আনন্দে মেতেছেন লাখো পর্যটক। লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে ভিড় করছেন তারা। পর্যটক রাহাত বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম...