পূজা-অর্চনা,অঞ্জলী,দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। অপরাজিতা পূজা শেষে সকল সধবা নারী মা দুর্গার সিঁদুর ছুঁয়ে নেয় তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায়। এর পর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী সিঁদুর খেলার মাধ্যমে বিষন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানায়। জানায় আগামী বছরে আবার আসার আহবান। বিদায়ের ঘন্টা বেজেছে তাই মাকে আরও একবার দর্শন করে শান্তির পরশ নিয়ে ঘরে ফিরবে এই আশায় আবালবৃদ্ধবণিতা রাস্তায় নেমে আসে। সকল ধর্মের দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। সকল প্রকার বিশৃংখলা ছাড়াই এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় সবাই খুশি। দশমীবিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।...