কিশোরগঞ্জের করিমগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় করিমগঞ্জ উপজেলার ইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশকে সবুজ-শ্যামল করে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে। বৃক্ষ আমাদের পরিবেশ রক্ষা করে, অক্সিজেন যোগায় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। বিএনপি নেতা আলীম উদ্দিনের সভাপতিত্বে ও গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক তাজ মাহমুদ, গোলাম কিবরিয়া খুররম, উরদিঘী উচ্চ...